Header Ads

প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্রময় এই আমাদের আড়াইসিধা.........

প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্রময় এই আমাদের  আড়াইসিধা.........


ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শৈষবের সেই মনমাতানো দেশান্তবোধক গান গুলি এখনো যেন বাতাসে কানে এসে ফিস ফিস করে বলে দিয়ে যাই সেই সোনালী দিন গুলি, মুখে তুলে দিয়ে যাই সেই শৈষবের গান গুলি।
সত্যি কথা বলতে আমি নিজেকে ধন্য মনে করি এই ঐতিহ্যবাহী আড়াইসিধা তে জন্ম হয়ে।
যেখানে রয়েছে কবির মুখের মধুর ভাষাই রচয়িত দেশের গান এর সদৃশ্য।
একটু চোখ মেলে তাকালেই দেখা যাই আমাদের এই গ্রামের সৌন্দর্য গুলি কতই না সুন্দর করে ওকি মেরে আছে আমাদের চার দিকে।
যেখানে রয়েছে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম  সৌন্দর্যের যেই দিক গুলি সেই সব গুলি প্রাই আছে আমাদের গ্রামটিতে। পর্যাপ্ত স্কুল,কলেজ ,মসজিদ ,মাদ্রাসা,মন্দির, ইত্যাদি ইত্যাদি।
চার দিকে ছরিয়ে আছে নানা রকমের সাজানো পরিবেশ।
রয়েছে কৃষকের মাঠ। আরো আছে নদি ,নালা ,খাল,বিল,দোবা ইত্যাদি।
ছোটদের এবং বড়দের  খেলা ধুলার মাঠ ও নানান রকম খেলার পরিবেশ।
রয়েছে স্বাদ সকালের আনন্দময় হাট বাজার। রয়েছে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি বিখ্যাত নদি মেঘনা।
বর্ষাকালে অনেক অনেক ভাল লাগে আমদের এই ঐতিহ্যবাহী গ্রামটিতে।
এক কথা ই বলা যাই -আমাদের এই আড়াইসিধা হল-আল্লাহর রহমতে দ্বিতীয় হোয়াইট হাউজ।

সবাইকে আমাদের গ্রামটা ভিসিট করার জন্য দাওয়াত রইল।
যদি পারেন একসময় আসবেন ইনশাল্লাহ ঘোরে ঘোরে দেখাব গ্রামের ঐতিহ্য গুলি।

*****আমাদের সাথেই থাকুন
*****ধন্যবাদ সবাইকে।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.