Home
/
cricket
/
Featured
/
news
/
slider
/
বিপিএল এর এবারের আসরে মুস্তাফিজ খেলবেন রাজশাহী কিংস দলের হয়ে
বিপিএল এর এবারের আসরে মুস্তাফিজ খেলবেন রাজশাহী কিংস দলের হয়ে
বিপিএল এর এবারের আসরে মুস্তাফিজ খেলবেন রাজশাহী কিংস দলের হয়ে
বাংলাদেশের অন্যতম বোলার মোস্তাফিজুর রহমান ঃ
ফ্র্যাঞ্চাইজিগুলো চারজন করে দেশি ক্রিকেটারকে ধরে রাখায় এবং আগেই অনেক বিদেশি খেলোয়াড় নিবন্ধন করে ফেলায় প্লেয়ার্স ড্রাফটের উত্তেজনা কমে গিয়েছিল আগেই। শনিবার দুপুরে বিপিএলের পঞ্চম আসরের ড্রাফটে মূল আকর্ষণ ছিলেন মুস্তাফিজই।
ফ্র্যাঞ্চাইজিগুলো চারজন করে দেশি ক্রিকেটারকে ধরে রাখায় এবং আগেই অনেক বিদেশি খেলোয়াড় নিবন্ধন করে ফেলায় প্লেয়ার্স ড্রাফটের উত্তেজনা কমে গিয়েছিল আগেই। শনিবার দুপুরে বিপিএলের পঞ্চম আসরের ড্রাফটে মূল আকর্ষণ ছিলেন মুস্তাফিজই।
সাত আইকন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি কিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাব্বির রহমানকে আগেই বেছে নিয়েছে সাত দল। আইকন হিসেবে বরিশাল বুলস নিয়েছিল মুস্তাফিজকেও। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের এই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় প্লেয়ার্স ড্রাফটে আসেন মুস্তাফিজ।
ড্রাফটের শুরুতে লটারিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার বেছে নেওয়ার ক্রম ঠিক করা হয়। লটারিতে প্রথম হয়ে রাজশাহী কিংস ড্রাফটের একমাত্র ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার মুস্তাফিজকে নেয়।
গতবারের রানার্সআপরা আরও নিয়েছে জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিককে।
ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় পাকিস্তানের উসামা মির ও রাজা আলি দারকে নিয়েছে দলটি।
গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ডেকেছে আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর আলম সাদ্দামকে।
এদিন ঢাকার নেওয়া দুই বিদেশি ইংল্যান্ডের জো ডেনলি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।
খুলনা টাইটান্স নিয়েছে নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলী, ধীমান ঘোষ ও সাইফ হাসানকে।
ড্রাফট থেকে শ্রীলঙ্কার শিহান জয়াসুরিয়া ও জফরা আর্চারকে দলে নিয়েছে তারা।
এই মৌসুমে নতুন ফ্র্যাঞ্চাইজিতে ফেরা সিলেট সিক্সার্স দলে নিয়েছে আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও শরীফউল্লাহ।
শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা ও পাকিস্তানের গোলাম মুদাসসির খানকে এদিন দলে নিয়েছে সিলেট।
চিটাগং ভাইকিংস বেছে নিয়েছে সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাতকে।
আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ও ইংল্যান্ডের লুইস রিসকে ড্রাফট থেকে ডেকেছে দলটি।
শাহরিয়ার নাফিস আহমেদ, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলামকে নিয়েছে রংপুর রাইডার্স।
তাদের ডাকা তিন বিদেশি ইংল্যান্ডের স্যাম হেইন এবং আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও জহির খান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়েছে আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।
জিম্বাবুয়ের সলোমান মির ও পাকিস্তানের রুম্মান রাইসকে ড্রাফট থেকে নিয়েছে দলটি।
ড্রাফটের ২০৮ বিদেশির মধ্যে এদিন ডাকা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে। স্থানীয় ১৪০ জনের মধ্যে ডাক পেয়েছেন ৫০ জন।
আগামী ২ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।
বিপিএলের দল:
ঢাকা ডায়নামাইটস
স্থানীয়: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন।
চিটাগং ভাইকিংস
স্থানীয়: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।
বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
স্থানীয়: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।
বিদেশি: মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জলো ম্যাথিউস, কলিন মানরো, ফখর জামান, সলোমান মির, রুম্মান রাইস।
খুলনা টাইটান্স
স্থানীয়: মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।
বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডাভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার।
রাজশাহী কিংস
স্থানীয়: মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।
বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ওসামা মির, রাজা আলি দার।
রংপুর রাইডার্স
স্থানীয়: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস আহমেদ, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।
বিদেশি: রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।
সিলেট সিক্সার্স
স্থানীয়: সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরিফউল্লাহ।
বিদেশি: দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মুদাসসির খান।
*****বাচতে হলে জানতে হবে-জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে।
*****ধন্যবাদ সবাইকে
*****বাচতে হলে জানতে হবে-জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে।
*****ধন্যবাদ সবাইকে
No comments