আপনার এন্ড্রয়েড স্মার্টফুন টি কে রুট করুন আর হয়ে যান সুপার ইউজার......
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়াই সর্বদাই ভালর দলে থাকি।
আজকে আপনাদের শিখাব কিভাবে আপনার স্মার্ট ফুন টি কে রুট করিবেন। অনলাইনে অনেক পৌষ্ট করা হয় অনেক লেখা লিখি করা হয়ে থাকে রুট নিয়ে ,তাছারা অনেক অনেক ইউজার আছে রুট করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু কাজ হচ্ছেনা। যাই হোক আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশালাহ আশা করি ১০০% কার্যকর হবে। তু চলুন শরু করা যাক-
প্রথমে নিচ থেকে King RooT ফাইলটি ডাউনলোড করেন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড এর ছবিটিতে ক্লিক করেন ডাউনলোড হওয়া শরু হয়ে যাবে-
ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পরে,আপনি আপনার মোবাইলে ডাউনলোডকৃত কিং রুট এপস টি ইন্সটল করুন।
- ইনস্টল হওয়ার পর এ্যাপটি অপেন করলে কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলটি স্ক্যান হবে এবং নিচের চিত্রটি শো করবে। রুট করার জন্য অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট একটিভ করে রাখবেন।
- এখানের নীল রংয়ের Try it বাটনে ক্লিক করলে ফোনের রুট Status Verify শুরু করবে।
- উপরের চিত্রে দেখুন ফোনের Root Status Verify করছে।
- উপরের চিত্রের নীল কালারের Start Root বাটনে ক্লিক করলে আপনার মোবাইল রুট হওয়া শুরু করবে।
- উপরের চিত্রটিতে ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি কমপ্লিট হতে ২/৩ মিনিট সময় নিতে পারে। ১০০% হয়ে গেলে নিচের চিত্রেরমত Success ম্যাসেজ শো করবে।
- এখন আপনার মোবাইলটি Restart করুন। That's all.
- এরপর শুধু KingUser টি রেখে বাকী সব Extra এ্যাপ Uninstall করতে পারেন।
দ্বিতীয় পদ্ধতী - মোবাইলের মাধ্যমে রুটঃ
এই পদ্ধতীতে মোবাইলের মাধ্যমে এন্ড্রয়েড ফোন রুট করার জন্য আপনাকে Framaroot নামের এই এ্যাপটি ব্যবহার করতে হবে। এটি "আল্পাজেইন" নামক একজন এন্ড্রয়েড ডেভেলপার তৈরী করেছেন, যিনি XDA Forums এর একজন জনপ্রিয় এন্ড্রয়েড ডেভেলপার। মোবাইল রুট করার জন্য এটি একটি সহজ উপায়। কোন প্রকার ঝামেলা ছাড়াই বলতে গেলে মাত্র এক ক্লিকেই আপনার মোবাইল রুট করে নিতে পারবেন। এই এ্যাপটির মাধ্যমে এন্ড্রয়েড এর 2.00 থেকে 4.4.4 ভার্সন ব্যবহারকারীরা রুট করতে পারবেন। এর পরের ভার্সন ব্যবহারকারীরা এটি দিয়ে রুট করতে পারবেন না। তাই বলে হতাশ হবেন না। আমার পোষ্টটির ৪র্থ পদ্ধতীর মাধ্যমে যে কোন ভার্সন রুট করতে পারবেন।- প্রথমে এখান থেকে Framaroot (1.9.3 Updated) এ্যাপটি ডাউনলোড করে নেন।
- তারপর আপনার কাঙ্খিত মোবাইলে এ্যাপটি ইনস্টল করুন।
- এরপর অপেন করে নিচের চিত্রে মত ‘Install SuperSU’ সিলেক্ট করে Gandalf এ ক্লিক করুন।
- এখন কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের চিত্রের মত ম্যাসেজ শো করবে ''Success- Superuser and SU binary installed. You have to reboot your device'' তার মানে হচ্ছে আপনার রুট করা হয়েগেছে। এখন আপনার মোবাইল ফোনটি রিষ্টার্ট করতে হবে।
- এই হচ্ছে মোবাইলের মাধ্যমে এন্ড্রয়েড মোবাইল রুট করা একটি সহজতর উপায়। এখন আপনাদের দেখাবো কম্পিউটার এর মাধ্যমে কিভাবে এন্ড্রয়েড মোবাইল রুট করতে হয়।
তৃতীয় পদ্ধতী - মোবাইলের মাধ্যমে রুটঃ
দীর্ঘ দিন থেকে Kingo Root শুধুমাত্র কম্পিউটার এর মাধ্যমে এন্ড্রয়েড ফোন Root করার সুবিধা দিয়ে আসছিল। সম্প্রতি তারা Kingo Root এর Apk ভার্সন বের করেছে। ফলে এখন থেকে যাদের হাতে নাগালে কম্পিউটার নেই, তারাও অত্যান্ত কার্যকরী এই App টি দিয়ে সহজে এন্ড্রয়েড মোবাইলটি রুট করে নিতে পারবেন।
- প্রথমে এখান থেকে Kingo Root এ্যাপটি ডাউনলোড করুন।
- তারপর এ্যাপটি Install করে Launch করলে নিচের চিত্রটি দেখতে পাবেন। (মোবাইলের ইন্টারনেট কানেশন অবশ্যই একটিভ করে রাখবেন)
- এখন উপরের চিত্রের নীল কালারের One Click Root অপশনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় রুট হওয়া শুরু করবে।
- এই অংশে আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র রুট না হওয়া পর্যন্ত কিছু সময় অপেক্ষা করতে হবে। রুট সম্পন্ন হওয়ার পর নিচের চিত্রেরমত Success Message শো করবে।
- এতটুকু করলেই তৃতীয় পদ্ধতীতে আপনার মোবাইল রুট হয়ে যাবে।
চতুর্থ পদ্ধতী - কম্পিউটারের মাধ্যমে রুটঃ
আমি আগেই বলে দিয়েছি যাদের কম্পিউটার আছে তারা অবশ্যয় এই পদ্ধতিতে রুট করে নেবেন। কারণ এটি সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ মোবাইল ব্রিক করার কোন প্রকার ঝুকি নেই। এ পদ্ধতিতে এন্ড্রয়েড এর যে কোন ভার্সন-কে রুট করতে পারবেন। সর্বশেষ Android Marshmallow ভার্সন পর্যন্ত এটি অনায়াসে রুট করতে সক্ষম। তাহলে দেরী না করে কাজের কথায় আসি।- Kingo Android Root সফটওয়ারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
- ইনস্টল করার পর সফটওয়ারটি রান করলে নিচের চিত্রের মত শো করবে।
- এখন আপনাকে ছোট একটা কাজ করতে হবে। মোবাইলের Developer Options অন করে Enable USB Debugging এ ঠিক চিহ্ন দিতে হবে। এটি করার জন্য আপনার মোবাইলে Settings থেকে Developer Options যেতে হবে। নিচের চিত্রে দেখুন-
- তারপর USB Cable এর মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
- কানেক্ট হওয়ার পর এটি অটোমেটিক্যালি ড্রাইভার ডাউলোড করে ইনস্টল করে নেবে। এর জন্য অবশ্যয় আপনার কম্পিউটারটি ইন্টারনেট এর সাথে কানেক্টেট থাকতে হবে।
- ড্রাইভার ইনস্টল হওয়ার পর মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
- এখানে শুধু ROOT এ ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হতে শুরু করবে। এর মধ্যে আপনাকে কিছুই করতে হবে না। নিচের চিত্রের মত রুট হওয়ার অপশন শো করতে থাকবে। (রুট হওয়ার জন্য ২-৩ মিনিট সময় নিতে পারে)
- রুট কমপ্লিট হওয়ার পর নিচের চিত্রের মত সাকসেছ ম্যাসেজ শো করলে Finish Button এ ক্লিক করতে হবে।
- তারপর আপনার মোবাইলটি রিস্টার্ট করুন। That's All.
সাহায্য জিজ্ঞাসাঃ এখন থেকে আপনার মোবাইলটি রুটেড ডিভাইস। রিস্টার্ট হওয়া পর মোবাইলে SuperSU নামের একটি এ্যাপ দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার রুট এ্যাপ/ইউজার। আশা করি সবাই বুঝতে পারবেন। তারপরও যদি কারও বুঝতে অসুবিধা হয় কিংবা কোন প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
ভাই ফোন রুট করার সুবিধা অসুবিধা কি?
ReplyDeleteএকটুবিস্তারিতবলবে?